করোনায় মৃত্যু ইরাকের প্রাক্তন জনপ্রিয় ফুটবলারের
স্পোর্টস ডেস্ক: কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত ইরাকের বিশ্বকাপার প্রাক্তন ফুটবলার আহমেদ রাধি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল বিশ্বকাপে খেলেছিলেন রাধি। গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ইরাকের এই ফুটবলার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর ফের তাঁর শারীরিক অবস্থায় অবনতি ঘটে। রবিবার সকালে ইরাকের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার আহমেদ রাধি প্রয়াত হন।
ইরাকের হয়ে ১৯৮৬ বিশ্বকাপে রাধি বেলজিয়ামের বিরুদ্ধে গোল করেছিলেন। ১৯৮২ এশিয়ান গেমসে ইরাকের সোনাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এছাডা় ১৯৮৮ সালে এশিয়ার সেরা ফুটবলারের সম্মান অর্জন করেছিলেন রাধি। দেশের হয়ে অলিম্পিকেও প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রাধি তিন নম্বরে রয়েছেন। ১৯৯৭ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি অবসর ঘোষণা করেন।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)