অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা, সিনেমার মাহিকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড
এন্টারটেনমেন্ট ডেস্ক: ফের নক্ষত্র পতন বলিউডে।
মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা অভিনেতার। বাড়ির পরিচারিকা প্রথম দেহটি দেখতে পায় বলে সূত্র মারফত জানা গেছে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে শোকস্তব্ধ বলিউড। জানা গিয়েছে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। ১৯৮৬-তে পটনায় জন্ম সুশান্তের। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী সুশান্ত। জানা গেছে, সুশান্তর পরিচারক ফোন করে পুলিশকে এই খবর দেন।
'কাই পো চে' দিয়ে পা রাখেন সিনে দুনিয়ায়। 'ছিছোড়ে', 'রবতা', 'কেদারনাথ' তাঁর অভিনীত অন্যতম ছবি। পাশাপাশি, কাজ করছিলেন দিল 'বেচারা' ছবিতে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে বড় ছবি আসছিল না সুশান্তের কাছে। 'পবিত্র রিস্তা' টিভিতে তাঁর অভিনীত প্রথম সিরিয়াল। 'ব্যোমকেশ' ছবিতে নজরকাড়া অভিনয় করেন সুশান্ত। এছাড়া, প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তাই সিনেমার পর্দায় মাহির ভূমিকায় অভিনয় করা এই প্রতিভাবান তরুণ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া জগতও।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)