সীমান্তে উত্তেজনা জারি, প্রচুর সেনা ও আইটিবিপি পাঠানো হচ্ছে সীমান্তে

সীমান্তে উত্তেজনা জারি, প্রচুর সেনা ও আইটিবিপি পাঠানো হচ্ছে সীমান্তে

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে সংঘাত পরিস্থিতি এখনও জারি। আর পরিস্থিতি সামাল দিতে প্রচুর সৈন্য পাঠানো হচ্ছে সীমান্তে। ৩৪৮৮ কিলোমিটার জুড়ে থাকা লাইন অফ কন্ট্রোল জুড়ে আরও বেশি পরিমাণ সেনা মোতায়েন করছে ভারত। সেনার সঙ্গে রয়েছে আইটিবিপিও।

গত শনিবার একটি বৈঠকে প্রচুর আইটিবিপি জওয়ান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আইটিবিপি প্রধান এসএস দেশওয়াল। লে সফর করার পরেই এমন সিদ্ধান্ত নেন তিনি। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আগেই লাদাখে সৈন্য পাঠানো হয়েছিল, তবে ১৫ জুনের ঘটনার পর ফের নতুন করে প্রচুর সেনা পাঠানো হয়েছে।

মূলত গালোয়ান ভ্যালি, হট স্প্রিং ও প্যাংগং-এ পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক।

‌ইতিমধ্যেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে হাই রেজোলিউশনের ইমেজ। আর সেখানে দেখা যাচ্ছে, গালওয়ান নদী উপত্যকায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের দু’পারেই রয়েছে চিনা সেনার উপস্থিতি।

১৪ নম্বর প্যাট্রল পয়েন্টের ছবি প্রকাশ্যে এসেছে। আর সেই ছবি প্রসঙ্গে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রমেশ পাড়ি জানিয়েছেন, এলএসি-র এপারে প্রচুর চিনা সেনা মোতায়েন রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একাধিক আর্মি ভেইকল মোতায়েন করা আছে ওই এলাকায়।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন