“রথযাত্রার অনুমতি দিলে জগন্নাথ দেব ক্ষমা করবেননা” জানালো সুপ্রিম কোর্ট

“রথযাত্রার অনুমতি দিলে জগন্নাথ দেব ক্ষমা করবেননা” জানালো সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : পুরীতে বরাবরের মতো ১০-১২ লক্ষ লোকের ভিড়ের আশঙ্কায় এ বারের রথযাত্রা বন্ধের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবডে বৃহস্পতিবার বললেন, ‘‘এ বার রথযাত্রা হলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না। সতর্কতা বিধি মেনে এ বার রথযাত্রা বন্ধ হোক।’’ এর আগে ইসলামিক শাসকদের হামলার কারণে ১৫৬৮ সাল থেকে ১৭৩৫ সালের মধ্যে মোট ৩২ বছর বন্ধ থেকেছে পুরীর রথযাত্রা। গতকাল বৃহস্পতিবার ওডিশার স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওডিশা বিকাশ পরিষদ’ এবারের রথযাত্রা করোনার কারণে স্থগিত করার আবেদন জানায় সুপ্রিম কোর্টে।

আবেদনে বলা হয়, করোনার মধ্যে পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হলে সংক্রমণ বাড়তে পারে। মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই এবারের রথযাত্রা স্থগিতের জন্য জনস্বার্থ মামলা দায়ের করা হলো।

রথযাত্রা স্থগিত রাখার আবেদনের ওপর গতকাল ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি দীনেশ মহেশ্বরীর ডিভিশন বেঞ্চে শুনানি হয়।



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন