এটা কী গোয়েন্দা ব্যর্থতা নয়, মোদীকে প্রশ্ন সোনিয়ার
নিউজ ডেস্ক, নয়াদিল্লি: সর্বদল বৈঠকে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। লাদাখে ২০ সেনার মৃত্যুর জন্যে কী গোয়েন্দা ব্যর্থতা দায়ী নয়? বিস্ফোরক প্রশ্ন কংগ্রেস সভানেত্রীর। লাদাখের পরিস্থিতি কি? তা জানাতে আজ শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সমস্ত বিরোধী দলের নেতৃত্ব উপস্থিত ছিল।
ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী সহ শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকেই কার্যত মোদী সরকারকে তুলোধনা করেন সোনিয়া। তাঁর মতে, এই বৈঠকটি আরও আগে হওয়া উচিত ছিল। তিনি বলেন, গত মে মাসের পাঁচ তারিখ চিনের লাদাখে অনুপ্রবেশের খবর এসেছিল। কিন্তু সত্যিটা কি? তাঁর প্রশ্ন, ঠিক কবে ভারতে ঢোকে চিনের সেনাবাহিনী। এখনও আমরা অনেক কিছু অন্ধকারে বলেও তোপ দাগেন সোনিয়া গান্ধী।
তাঁর দাবি, অনেক কিছুই স্পষ্ট করে জানা নেই। একই সঙ্গে কংগ্রেস সভানেত্রী প্রশ্ন তোলেন যে, সীমান্তে চিনের গতিবিধি নিয়ে কী কিছু জানতে পারেনি গোয়েন্দা সংস্থাগুলি। বা জানলেও সরকারকে কি কিছুই জানানো হয়নি? এটা কী গোয়েন্দা ব্যর্থতা নয়, মোদীকে প্রশ্ন সোনিয়া গান্ধীর। তাঁর অভিযোগ, গত একমাস ধরে সময় নষ্ট করা হয়েছে। আর তা করার ফল ২০ জওয়ান শহিদ।
পরিস্থিতি এখন আর গোপন করা নয়, দেশের স্বার্থে সমস্ত কিছু জানানোর কথা বলেন সোনিয়া। এছাড়াও, ভবিষ্যতের কী পরিকল্পনা, সেটাও জিজ্ঞেস করেন তিনি। কতটা তৈরী বাহিনী, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য চান তিনি। ২০১৩ সালে মাউন্টেন স্ট্রাইক কোর তৈরীর কাজ শুরু হলেও কতটা কাজ এগিয়েছে, সেই প্রশ্ন করেন তিনি।
কংগ্রেস সভানেত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা দেশের সঙ্গে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে। একজোট হয়ে সবাই লড়াই করব। কিন্তু কোনও কিছু যাতে লুকানো না হয়, এই দাবি রাখেন সোনিয়া গান্ধী। আর সেই কারণে মাঝে মধ্যেই সর্বদল বৈঠক করার কথা বলেন সোনিয়া গান্ধী।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)