রাজীব গান্ধী খেলরত্নে মনোনিত হিমা দাস

রাজীব গান্ধী খেলরত্নে মনোনিত হিমা দাস

স্পোর্টস ডেস্ক: রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনিত অ্যাথলিট হিমা দাসের নাম। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান তালিকায় হিমার নাম অন্তর্ভূক্ত করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করে অসম সরকার। কনিষ্ঠতম ক্রীড়াবিদ হিসেবে চলতি বছরের খেলরত্ন পুরস্কারের জন্য মনোনিত প্রতিদ্বন্দ্বীদের তালিকায় জায়গা পেয়েছেন ২০ বছরের অ্যাথলিট। সূত্রের খবর, গত ৫ জুন তরুণ অ্যাথলিটের নাম কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। টোকিও অলিম্পিকেও হিমা দেশের মুখ উজ্জ্বল করবেন বলে আশা ক্রীড়া মহলের।

২০১৮ সালে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার সোলো ইভেন্টে সোনা জিতেছিলেন হিমা দাস। একই বছর জাকার্তায় হওয়া এশিয়ান গেমসে মহিলাদের ৪X৪০০ মিটার রিলে এবং ৪X৪০০ মিটার মিক্সড রিলে ইভেন্টে সোনা জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন অসমের অ্যাথলিট। দেশের হাতে একই সঙ্গে এতগুলি পদক তুলে দেওয়ার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালেই হিমাকে অর্জুন পুরস্কারের ভূষিত করেছিল কেন্দ্রীয় সরকার।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন