২০১১ বিশ্বকাপ ফাইনাল ফিক্সিং? তদন্তের নির্দেশ ক্রীড়ামন্ত্রীর
স্পোর্টস ডেস্ক: ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল নিয়ে অনেক আগেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে নতুন করে অভিযোগ এনেছেন, ২০১১ সালের বিশ্বকাপ ভারতের কাছে ‘বিক্রি করে দিয়েছিল’ শ্রীলঙ্কা।
আলুথগামাগের এ হেন অভিযোগের পরে শ্রীলঙ্কার ক্রিকেটে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর এমন বিস্ফোরক অভিযোগের পরে দ্বীপরাষ্ট্রের ক্রীড়ামন্ত্রী ডালাস আলহাপপেরুমা তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রতি দু’সপ্তাহ অন্তর তদন্তের গতিপ্রকৃতি জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।
২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। ওয়াংখেড়ের সেই ফাইনালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষের সঙ্গে উপস্থিত ছিলেন ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ক্রীড়ামন্ত্রী পদে থাকা আলুথগামাগেও। ফাইনালের দিন ক্ষণ অবশ্য তাঁর মনে নেই। আলুথগামাগে বলেছেন, ‘‘বছরটা ২০১১ না ২০১২ আমি ঠিক মনে করতে পারছি না। তবে ম্যাচটা আমরা জিততেই পারতাম। বিশ্বকাপটা ছিল ফিক্সড। আমি যা বলেছি, তা জোর দিয়েই বলছি এবং আমার করা মন্তব্য থেকে সরে আসছি না। দেশের কথা ভেবে আমি বিস্তারিত ভাবে কিছু বলতে চাই না।’’তিনি অবশ্য কোনও ক্রিকেটারদের দিকে আঙুল তোলেননি। তবে তাঁর কথায়, একটা অংশ ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিল।
সেই সময়ে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন কুমার সঙ্গকারা। আলুথাগমাগের নতুন করে তোলা অভিযোগের প্রতিবাদে সরব হন সঙ্গকারা ও মাহেলা জয়বর্ধনে। সঙ্গকারা টুইট করেছেন, ‘‘খুবই গুরুতর অভিযোগ করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যদি তাঁর কাছে যথেষ্ট প্রমাণ থাকে, তা হলে আইসিসি-র দুর্নীতি-দমন শাখার দ্বারস্থ হতে পারেন। সেই প্রমাণ খতিয়ে দেখার পরে তদন্ত শুরু হবে। তার পরে কারা ঠিক, কারা ভুল, প্রমাণ হয়ে যাবে।’’
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)