বাংলায় প্রতিদিনই কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা

বাংলায় প্রতিদিনই কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক, কলকাতা: প্রতিদিনই সুস্থ হয়ে একটা বড় অংশ বাড়ি ফিরছেন৷ ফলে বাংলায় প্রতিদিনই কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ জানিয়েছে রাজ্য স্বাস্থ্য ভবন৷ বাংলায় সুস্থ হয়ে উঠার হার ৫০.৬১ থেকে বেড়ে হল ৫৫.৭৯ শতাংশ৷ গত ২৪ ঘন্টায় করোনাকে জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩০২ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজারের বেশি৷

শুক্রবার, রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী,এই পর্যন্ত মোট সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৭,৩০৩ জন৷ ফলে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে দাঁড়াল ৫,২৫৮ জনে৷ সুস্থ হয়ে উঠার হার ৫৫.৭৯ শতাংশ৷ গতকাল ছিল ৪৭.৭৯ শতাংশ৷ নতুন করে মৃত্যু হয়েছে আরও ১১ জনের৷

এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫২৯ জনে৷ যে ১১ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতার ৬ জন৷ উত্তর ২৪ পরগনার ১ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন,হাওড়ার ২ জন৷ বাংলায় নতুন করে ১০,৩২১ টি টেস্ট হয়েছে৷ ফলে এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৩ লক্ষ ৮০ হাজার ৬১২ জনের৷ প্রতি মিলিয়নে টেস্ট ৪২২৯ জন৷ যা শতাংশের হিসেবে ৩.৪৪ শতাংশ৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৪৮টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৪টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৭৭ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷

এর মধ্যে সরকারি ২৪ টি হাসপাতাল ও ৫৩ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন