BREAKING: সাতসকালে কাশ্মীরে শুরু এনকাউন্টার, নিকেশ ২ জঙ্গি

BREAKING: সাতসকালে কাশ্মীরে শুরু এনকাউন্টার, নিকেশ ২ জঙ্গি

নিউজ ডেস্ক, শ্রীনগর: ফের সাতসকালে গুলির শব্দে কেঁপে উঠল ভূস্বর্গ। কাশ্মীরের কুলগাম জেলায় নিপোরা এলাকায় শুরু হল জঙ্গি ও বাহিনীর মধ্যে এনকাউন্টার।

কাশ্মীর পুলিশ জানাচ্ছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ ভাবে এই অভিযান চালাচ্ছে। এখনও চলছে গুলির লড়াই। শেষ খবর অনুযায়ী, বাহিনীর গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। বাহিনীর তরফে অপারেশন জারি রাখা হয়েছে।

চলতি সপ্তাহে কাশ্মীরে বারবার সেনা জঙ্গি এনকাউন্টারে উত্তপ্ত হয়ে উঠেছে ভূ-স্বর্গ। বুধবার সকালেও দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে চলেছে সেনা-জঙ্গি গুলির লড়াই। ওই দিন কমপক্ষে ২ জঙ্গিকে খতম করে সেনা।

প্রায় প্রত্যেকটি অভিযানে দেখা যাচ্ছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে সেনারা জঙ্গি ডেরায় পৌঁছতেই শুরু হয়ে যাচ্ছে এনকাউন্টার। ের আগের সপ্তাহে রবিবার থেকে সোমবার অবধি সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ করা সম্ভব হয়েছে নয়’জন জঙ্গিকে, এরা সকলেই হিজবুল মুজাহিদিন জঙ্গি-গোষ্ঠীর বলেই জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র।

সেনার এক শীর্ষ আধিকারিক জানান পুঞ্চ ও রাজৌরি জুড়ে তল্লাশির মাত্রা বাড়ানো হয়েছে। বিভিন্ন গ্রামে চলছে টহলদারি। অন্যদিকে পৃথক ভাবে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরের হীরানগর এলাকায় তল্লাশি চালানো হয়।

চলতি মাসের প্রথম সপ্তাহে সেনার হাতে খতম হয় তিন জইশ জঙ্গি। কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। বুধবার সকালে জঙ্গি ও ভারতীয় বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এই সংঘর্ষে ভারতীয় সেনার হাতে নিকেশ হয় তিন জইশ ই মহম্মদ জঙ্গি। কঙ্গন এলাকায় জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়েই তল্লাশি চালাতে শুরু করে সেনা।

সূত্রের খবর, রবিবার যে পাঁচজনকে নিকেশ করা হয়েছে তাঁদের মধ্যে একজন টপ কম্যান্ডার আছেন, মনে করা হচ্ছে তাঁরা প্রত্যেকেই হিজবুল মুজাহিদিনের অংশ ছিলেন।



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন