সাত বছর আগে উহানের ল্যাবে ছিল করোনার মত মারণ ভাইরাস! প্রকাশ্যে আসলো নতুন রিপোর্ট

সাত বছর আগে উহানের ল্যাবে ছিল করোনার মত মারণ ভাইরাস! প্রকাশ্যে আসলো নতুন রিপোর্ট

নিউজ ডেস্ক : বর্তমানে করোনা ভাইরাস এর সংক্রমণ গোটা বিশ্বের কাছে সবথেকে চর্চিত বিষয়। এই মারণ ভাইরাস গোটা বিশ্বে থাবা বসিয়েছে। যার জেরে প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু এই ভাইরাস এর আসল উৎপত্তিস্থল কোথায়? এই ভাইরাস কিভাবে সংক্রমিত হল? এরকম বহু প্রশ্ন উঠে আসছে। ‘সানডে টাইমস’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৩ সালে একটি ঘটনা ঘটেছিল যার সাথে করোনা ভাইরাস এর সম্পর্ক রয়েছে। জানা গেছে, এই বছরই করোনা ভাইরাস এর স্যাম্পেল গিয়েছিল উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে।

সূত্র মারফত জানা গিয়েছে,ইউনান প্রদেশের একটি গুহায় বহু বাদুড়ের খোঁজ পেয়ে সেগুলো পরিষ্কার করতে গিয়েছিল কয়েকজন কর্মী। গুহা থেকে আসার পর এদের মধ্যে ৬ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়েছিল এবং এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছিল। বাদুড় থেকে ভাইরাস এর কারণেই কর্মী তিনজনের মৃত্যু হয়েছিল বলে অনুমান করা হয়েছিল।
ওই গুহায় গিয়ে বাদুড়ের ভাইরাস নিয়ে এসেছিল উহানের গবেষক শি ঝেংলি। তিনি এই ভাইরাস নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছিলেন বলে জানা গেছে ‘সানডে টাইমস’-এর রিপোর্ট থেকে। RaTG13 ভাইরাসের মিল রয়েছে এই কোভিড-১৯-এর সাথে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন গবেষক।

উহান ল্যাবে দীর্ঘদিন ধরে মারাত্বক ভাইরাস এবং সংক্রমণ নিয়ে গবেষণা চলছে বলে গত ২ বছর দাবি করেছিল চিনের মার্কিন দূতাবাস। এছাড়া বায়ো নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল চীনের মার্কিন দূতাবাস এর পক্ষ থেকে। কিন্তু কিভাবে এই ভাইরাস ল্যাবের বাইরে এলো জানা যায়নি। মনে করা হচ্ছে কোনো কারণে এই ভাইরাস বাইরে এসে ইউহানের বাজারে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে গোটা বিশ্বে মারণ ভাইরাস রূপে আত্মপ্রকাশ করে।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন