গালওয়ান সীমান্তে চিনের গা ঘেঁষে একের পর যুদ্ধবিমান ওড়ালো ভারত, যুদ্ধের হুঙ্কার বায়ুসেনার
নিউজ ডেস্ক : লাদাখ সীমান্তে ভারত চিন উত্তেজনা ক্রমশ বাড়ছে। এদিকে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় বায়ুসেনা। গালওয়ান সীমান্তে চিনের গা ঘেঁষে বারবার চক্কর কাটছে এসইউ-৩০এমকেআইএস, মিগ-২৯এসের মতো শক্তিশালী যুদ্ধ বিমানগুলো। সেই সঙ্গে প্রস্তুত রয়েছে রাশিয়ান অ্যান্তোনভ-৩২, ইলিউশিন-৭৬ এবং আমেরিকান সি-১৭, সি-১৩০জের মতো অত্যাধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমানগুলি।
এদিকে যে কোনো পরিস্থিতির জন্য পূর্ব লাদাখে প্রস্তুত রয়েছে অ্যাপাচে। সেই সঙ্গে চিনুক ও রাশিয়ান এমই-১৭ ভি৫ হেলিকপ্টারগুলি চিন্তা বাড়িয়েছে চিনা সেনার। সীমান্ত বরাবর একের পর এক যুদ্ধবিমান ওড়িয়ে চিনের ঘুম কেড়েছে ভারত। এই প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনার একজন লেফটেন্যান্ট বলেন, বর্তমানে যে কোনও ধরনের অপারেশনের জন্য তাঁরা একেবারে প্রস্তুত।
আরও একজন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার জানান, “আজকের দিনে বায়ুসেনা খুব প্রাসঙ্গিক এবং আমার সব ধরনের সমস্যা মোকাবিলা করতে তৈরি।” গালওয়ান উপত্যকায় যুদ্ধ শুরু হলে শত্রুকে আঘাত করার সঙ্গে ভারতীয় জওয়ানদের সাহায্য করবে বায়ুসেনা। সেই সঙ্গে ওই উইং কমান্ডার আরও জানিয়েছেন, অস্ত্রশস্ত্র ও সেনাবাহিনী নিয়েই ভারতীয় জওয়ানদের পাশে থাকবে ভারতীয় বায়ুসেনা। সর্বমোট চিন যদি কোনোভাবেই ভারতের ওপর হামলা চালায় তাহলে ভারতীয় বায়ুসেনাও তার পাল্টা জবাব দিতে প্রস্তুত।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)