উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রাসাখোয়া থেকে সোলপারা পর্যন্ত বেঙ্গল টু বেঙ্গল দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা
নিউজ ডেস্ক : উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রাসাখোয়া থেকে সোলপারা পর্যন্ত বেঙ্গল টু বেঙ্গল দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা । স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তার যা অবস্থা তাতে পায়ে হেঁটে চলাচল সম্ভব নয়। বাইক অথবা সাইকেল নিয়ে বাজার ঘাটে আসতে হয়।তারা বলে, মহিশপুর, সোলপারা থেকে রসাখোয়া সাইকেল নিয়ে আসি।ফলে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। আমাদের এলাকায় মুমুর্ষ রুগী ও তাদের আত্মীয় পরিজনদের ভোগান্তির অন্ত নেই।অনেক সময়ই রুগীরা ধকল সহ্য করতে না পেরে মৃত্যু পর্যন্ত ঘটেছে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে তারা। রাস্তার যত্রতত্র খানাখন্দ ও জলে ভরে গেছে।ফলে খুব সমস্যা পড়তে হচ্ছে এলাকাবাসীদের ।
স্থানীয় রাসাখোয়া- ২ অঞ্চলের প্রধান রিংকু মজুমদার বলেন, এই রাস্তা অনেক দিন ধরেই বেহাল হয়ে আছে। রাসাখোয়া থেকে সোলপারা পর্যন্ত রাস্তা অত্যন্ত খারাপ। আমরা যথা সম্ভব চেষ্টা করছি। বিডিও কেও এই ব্যাপারে জানানো হয়েছে। করনদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি কামরুজ্জামান বলেন, রাসাখোয়া থেকে সোলপারা পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ। এটা পূর্ত দপ্তরের রাস্তা।তাদের জানানো হয়েছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)