মহানন্দা নদীর জল বাড়ায় প্লাবিত পুরাতন মালদা পুরসভার বেশ কয়েকটি এলাকা
নিউজ ডেস্ক, মালদা : মহানন্দা নদীর জল বাড়ায় পুরাতন মালদা পুরসভার ৮, ৯ এবং ২০ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে বাড়ির আসবাবপত্র সরিয়ে রাস্তার বাঁধে এবং সংশ্লিষ্ট এলাকার স্কুলে কোন রকমে মাথা গোঁজার ব্যবস্থা করেছেন প্লাবিত এলাকার শতাধিক বাসিন্দা। যদিও পুরসভা এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার যেখানে মহানন্দা নদীর জল ঢুকে পড়েছে, সেগুলি অসংরক্ষিত এলাকা। সেখানকারই ১০০ টি পরিবারের শতাধিক বাসিন্দারা সমস্যায় পড়েছেন। ওই তিনটি ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় নদীর জল ঢুকে পড়ায় প্লাবিত হয়েছে। পুরাতন মালদা পুরসভার পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের জন্য সরকারিভাবে ত্রাণ সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরাতন মালদা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৮ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ার নীচু অংশ, ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়ার নীচু অংশ এবং ২০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকার নীচু অংশে মহানন্দা নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে। ওই এলাকাগুলি অসংরক্ষিত হলেও সেখানে জনবসতি গড়ে উঠেছে। মঙ্গলবার সকাল থেকেই হঠাৎ করে প্রবল বর্ষণের মধ্যে নদীর জল ওইসব এলাকায় ঢুকে পড়ে। এরপরই তড়িঘড়ি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা নিজেদের বাড়ির আসবাবপত্র সরিয়ে অন্যত্র আশ্রয় নেওয়ার ব্যবস্থা করেছেন । মহানন্দা নদীর জলে প্লাবিত হওয়ার পর সারাদিনই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় ওইসব এলাকার শতাধিক বাসিন্দাদের। রান্নাবাড়ি ছেড়ে নতুন আশ্রয়ের খোঁজে ব্যস্ত হয়ে পড়েন প্লাবিত এলাকার বাসিন্দারা।
[ আরোও পড়ুন, বুধবার থেকে কোথায় কোথায় কঠোর হচ্ছে লক ডাউন জানালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারপার্সন তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ]
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)