করোনা আবহেই মুখ্যমন্ত্রীর বড় সিদ্ধান্ত, বাড়তে চলেছে সরকারী কর্মচারীদের বেতন

করোনা আবহেই মুখ্যমন্ত্রীর বড় সিদ্ধান্ত, বাড়তে চলেছে সরকারী কর্মচারীদের বেতন

নিউজ ডেস্ক : করোনার কারণে যেমন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তেমনি দেশের অর্থনীতিও বিপর্যয়ের মুখে।এর মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের জন্য নিয়ে এলেন একটি সুখবর। সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন যেভাবে বাড়ানো হয় এই বছরেও ঠিক সেইভাবেই তাদের বেতন বাড়ানো হচ্ছে। সরকারি কর্মচারীদের জন্য এটি খুশির খবর।

প্রত্যেক বছর জুলাই মাসে 3 শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়। এই বছরও ঠিক একইভাবে বেতন বাড়ানো হবে। তবে এই হারের কিছু পরিবর্তন করা হবে। যাদের মূল বেতন 17 হাজার টাকা তাদের ক্ষেত্রে 500 টাকার বেশি বেতন বাড়ানো হবে। সরকারের আর্থিক অনুদানে যাদের বেতন হয় তাদের নিয়ে মোট কর্মীর সংখ্যা সাত থেকে সাড়ে সাত লক্ষ।

গত জানুয়ারি মাসে সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বাড়ানো হয়েছে। 2019 এ প্রকাশিত রোপায় জুলাই মাসে বেতন আবার বাড়ানোর কথা বলা হয়েছিল। অর্থ দপ্তর বেতন না বাড়ানোর কোনো নির্দেশ জারি না করায় প্রক্রিয়াটি কার্যকরী করা হচ্ছে নিশ্চিত করছে তথ্যাভিঞ্জ মহল। বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর থেকে সরকারি কর্মচারীদের কোনো ডিএ নেই। হাউস রেন্ট ভাতা 12 হাজার টাকার বেশি হবে না। জুলাই মাসে বেতন বাড়াবার আগে স্বামী-স্ত্রীর মোট এইচ আর এ দেখা হবে।

গত অর্থবছরে তুলনায় 4 কোটি টাকা বেশি অর্থ বাজেট রাখা হয়েছে যা প্রায় 52 হাজার 908 কোটি টাকা। অন্যান্য রাজ্যে সরকারি কর্মচারীদের বেতনে সমস্যা হলেও বাংলায় কোনো সমস্যা হতে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ঈদের আগে সবাই অগ্রিম বেতন এবং উৎসব বোনাসও পেয়ে গেছেন।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন