নৌকাডুবির পরেও হুস ফেরেনি প্রশাসনের,ডেচকিকে নৌকা বানিয়ে পারাপার গ্রামবাসীর
নিউজ ডেস্ক, মালদা : বর্ষায় ক্রমশ জল বাড়তে শুরু করেছে মহানন্দায়। বিপাকে পড়েছে মালদা জেলার চাঁচল-১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দারা। জল বাড়ার সাথে সাথে বেড়েছে স্রোতের গতিবেগও। একদিকে করোনা আতঙ্ক ওপরদিকে বন্যার জলে তলিয়ে যাওয়ার ভয়ে কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছে সম্পূর্ণ গ্রামবাসী। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। তাদের দুরবস্থার কথা শুনতেই সোমবার চাল,ডাল ও আলু নিয়ে উপস্থিত হন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হোসেন।
রফিকুল হোসেন জানান ওই গ্রামের বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার চলে বারোমাস। খিদিরপুর-ভোবানী পুর ঘাট সংযুক্ত মহানন্দা নদীর উপর বাঁশের বা পাকা কোনও সেতু না থাকায় খরবা গ্রাম পঞ্চায়েতের ভবানিপুর গ্রামের প্রায় ১২০০ মানুষের যাতায়াতের অন্যতম ভরসা নৌকা। গ্রামের সাধারণ মানুষ,ছোটো-বড়ো,বার্ধক্য সকলেই প্রতিদিন জীবন-জীবিকার তাগিদে প্রাণের ঝুঁকি নিয়েই কোন রকম যাত্রী সুরক্ষা ছাড়াই নৌকাতেই পারাপার করেন।বিডিও ও এসডিও র সঙ্গে আলোচনা করেই শিঘ্রই নদী পারাপারের জন্য নৌকা, লাইফ জ্যাকেট করে দেওয়ার আশ্বাস দেন রফিকুলবাবু।
[ আরোও পড়ুন, বুধবার থেকে কোথায় কোথায় কঠোর হচ্ছে লক ডাউন জানালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারপার্সন তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ]
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)