পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ হরিশ্চন্দ্রপুরে

পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ হরিশ্চন্দ্রপুরে

নিউজ ডেস্ক : পানীয় জলের দাবিতে রাস্তায় বাঁশ,বেঞ্চ ফেলে পথ অবরোধ করলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর জিপির  রাঙাইপুর এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে ৮১ নং জাতীয় সড়কের বাইপাস ভালুকগামী রাজ্য সড়কের উপর বেঞ্চ, বাঁশ রেখে পথ অবরোধ করেন তাঁরা। ফলে আটকে পড়ে অসংখ্য যানবাহন। সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।

 দীর্ঘদিন ধরেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা রঙাইপুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে পরিস্রুত পানীয় জলের দাবি ছিল। বহু বার এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্লক প্রশাসন পর্যন্ত সবাইকে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। উপায় না দেখে ওই এলাকার গ্রামের লোকেরা আজ তুলসীহাটা-ভালুকা গামী রাজ্য সড়ক ৪ ঘন্টা ধরে অবরোধ করে রাখে।এর ফলে তুলসিহাটা ও ভালুকা উভয় দিক থেকে আসা যানবাহন যাত্রীবাহী গাড়ি পণ্যবাহী গাড়ি আটকে থাকে কয়েক ঘণ্টা। চার ঘণ্টা পরে হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির শিশু নারী ত্রাণ কর্মাধ্যক্ষ রোসনারা খাতুনের স্বামী ওয়ায়েস আলীর মধ্যস্থতায় গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় পরিস্রুত পানীয় জলের দাবি করে আসছি।রঙাইপুর এলাকায় চারটি বুথে পরিস্রুত পানীয় জল সরবরাহ থাকলে বাকি বুথগুলোতে এখনো জল সরবরাহ ব্যবস্থা হয়নি। হলেও এলাকার মানুষ এখনো আয়রনযুক্ত নোংরা জল খেয়ে দিন কাটাচ্ছে। আমরা চাই অবিলম্বে এখানে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা হোক।
এলাকা আরেক বাসিন্দা সাইদুল আলম জানান এই এলাকার আটটি গ্রামের মধ্যে ৬ টি গামে এখনো পর্যন্ত পরিস্রুত পানীয় জল আসেনি। এলাকার মারদাঙ্গী, নবগ্রাম ও খেজুর বাড়ি প্রমুখ এলাকায় এখনো পরিস্রুত পানীয় জল আসেনি। ওই এলাকার মানুষরা বাধ্য হয়েই আয়রনযুক্ত জল খাচ্ছেন এবং পেটের নানা অসুখে ভুগছেন। এলাকায় একটি এমএসকে ও রয়েছে শেখানো আয়রনযুক্ত জলের উৎস রয়েছে। সেই আরও যুক্ত জল ছাত্রছাত্রীরা পান করছে। আমরা চাই অবিলম্বে প্রশাসন এ ব্যাপারে নজর দিক এবং গোটা এলাকায় পরিস্রুত পানীয় জলের সরবরাহের ব্যবস্থা করুক। না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ রসনারা খাতুনের স্বামী ওয়ায়েস আলি বলেন 'আমি এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেছি। এ সমস্যার সমাধানে আমরা এলাকার বিডিও থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি ও প্রশাসনকে আবেদন জানাবো।' এই আশ্বাসের ভিত্তিতে আজ এলাকার জনগণ এই অবরোধ তুলে নেয়।

হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জানান বিষয়টি শুনেছি। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আমরা আলোচনায় বসবো। অবিলম্বে সমস্যার সমাধান করা হবে।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন