কলকাতা সহ পশ্চিমবঙ্গের কিছু অংশে কড়া লকডাউন শুরু , জানালাে নবান্ন

কলকাতা সহ পশ্চিমবঙ্গের কিছু অংশে কড়া লকডাউন শুরু , জানালাে নবান্ন

নিউজ ডেস্ক, কলকাতা:- কলকাতা সহ পশ্চিমঙ্গের ফের কিছু জায়গায় কড়া লকডাউন ঘোষণা হতে পারে। কলকাতা কর্পোরেশনের প্রশাসক বোর্ডের প্রধান তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, কী কড়া পদক্ষেপ হতে পারে তা নিয়ে বৈঠক হয়েছে। এ ব্যাপারে কাল নবান্ন থেকে ঘোষণা করা হবে। এদিন ফিরহাদ হাকিমকে সাংবাদিকরা প্রশ্ন করেন সংক্রমণ যে ভাবে বাড়ছে তাতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা শোনা যাচ্ছিল। এবিষয়ে পুরমন্ত্রী বলেন, “এ নিয়ে বৈইঠক হয়েছে। কাল নবান্ন থেকে ঘোষণা হবে।” তিনি বলেন, “পুলিশ প্রশাসন তো আর কলকাতা পুরসভার হাতে নেই। তাই এটা রাজ্য সরকারই ঘোষণা করবে।” সরকারের অনেকের মধ্যে আবার এ আলোচনাও রয়েছে, সংক্রমণের গ্রাফ নামাতে কয়েক দিনের জন্য পুরো কলকাতাতেই সম্পূর্ন লকডাউন ঘোষণা করা হতে পারে। পার্শ্ববর্তী হাওড়া ও দুই চব্বিশ পরগনাতেও সংক্রমণ ক্রমশ বাড়ছে। সেখানে কী পদক্ষেপ করবে প্রশাসন সে ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি।সূত্রের খবর, সোমবার সন্ধে থেকেই বাগবাজার, শরৎ বোস রোড, এলগিন রোড, চক্রবেড়িয়া রোড, জাস্টিস মাধবচন্দ্র রোডের মতো বেশ কিছু রাস্তায় ব্যারিকেড দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।রাজ্যে মোট আক্রান্তের এক তৃতীয়াংশই কলকাতায়। এদিনের বুলেটিনে দেখা গিয়েছে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৬১ জন। তার মধ্যে ২৮১ জন কলকাতার। মহানগরে মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ৩৮৯ জন। এই শহরে মৃত্যুও সবচেয়ে বেশি। রাজ্যে করোনায় মৃতদের অর্ধেকের বেশি কলকাতায়। বাংলায় মোট মৃত ৭৭৯। কলকাতায় মৃত্যু হয়েছে ৪২৮ জনের।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন