দুষ্কৃতীদের গুলিতে জখম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সহ দুই জন
নিউজ ডেস্ক : দুষ্কৃতীদের গুলিতে জখম হলো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সহ মোট দুই জন। চোপড়া থানার গেন্দাবাড়ি বাজার এলাকায় সোমবার এর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। জখম দুই জনের নাম আবুল হোসেন ও মুস্তফা কামাল। বাড়ি স্থানীয় অম্বিকা নগর এলাকায়।
ঘটনায় অভিযোগের তীর উঠেছে সিপিএম কংগ্রেস জোটের বিরুদ্ধে। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা মহম্মদ আজহারউদ্দিন জানান, এদিন পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুথ স্তরে তাদের কর্মসূচি ছিল। সেখানে সিপিএম কংগ্রেসের জোট এর দুষ্কৃতীরা তাদের দলের ওই দুইজনকে গুলি চালায়। আশঙ্কা জনক অবস্থায় একজনকে মেডিক্যাল ও অপরজনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
জোটের পক্ষে চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় জানান, সেখানে একশো দিনের কাজের টাকা বিতরণ করছিল তৃণমূল নেতারা। ওই বিষয়টিকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। তারা এই ঘটনায় যুক্ত নন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এলাকায় শুরু হয়েছে পুলিশি টহল।
[ আরোও পড়ুন, বুধবার থেকে কোথায় কোথায় কঠোর হচ্ছে লক ডাউন জানালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারপার্সন তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ]
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)