মালদার চাঁচলে বন্যার ভ্রুকুটি

মালদার চাঁচলে বন্যার ভ্রুকুটি

নিউজ ডেস্ক :  রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মহানন্দা নদীর জল। চাঁচল থানার গালিমপুর থেকে শ্রীপতিপুর যাওয়ার রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মহানন্দা নদীর জল। নদীর জলে প্লাবিত হয়েছে প্রায় ৪০০ বিঘা জমির ফসল। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।

একটানা লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে মহানন্দায়। বিপদসীমার কাছাকাছি বইছে জল। আতঙ্কে রয়েছে চাঁচল ১ নম্বর ব্লকের মতিয়ারপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ গ্রাম। ইতিমধ্যেই বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। সরানো হচ্ছে গবাদি পশুদের। ক্রমশ আতঙ্কে দিন কাটছে মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের গলিমপুর, শ্রীপতিপুর, উত্তরপাড়া, পূর্বপাড়া এলাকার বাসিন্দাদের।

জলের স্রোত দেখে রীতিমত শংকিত হয়ে পড়েছেন তারা। ঘুরেফিরে সেই ২০১৭ সালে প্রলয়কারী বন্যার কথা মানুষকে মনে করিয়ে দিচ্ছে। ২০১৭ সালের ভয়াবহ ছবি আজও এলাকাবাসীর মনে দগদগে হয়ে রয়েছে। সেই সময় মহানন্দা নদীর জল ঢুকে বহু গ্রাম, বিঘার পর বিঘা কৃষিজমি সব জলের তলায় চলে যায়। বহু মানুষ ঘরছাড়া হয়। এবারের পরিস্থিতি সেই পুরনো ছবি মনে করিয়ে দিচ্ছে। একদিকে করোনা, অন্যদিকে জল বাড়ার আতঙ্কে দিন কাটছে ওই এলাকার মানুষদের। মহানন্দার জল বেড়ে যাওয়ায় প্রায় তিন থেকে চারশো বিঘা কৃষি জমির ফসল নষ্ট হয়েছে, সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন কৃষকেরা।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন