করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী
নিউজ ডেস্ক : এবার করোনা হানা দিন রাজ্যের আরও এক মন্ত্রীর পরিবারে। করোনা আক্রান্ত রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা প্রাক্তন বাংলার অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা। যার জেরে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে মন্ত্রী সহ তাঁর পরিবারকে৷ স্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা৷ মন্ত্রী জানান, "বেশ কিছুদিন ধরেই স্ত্রী অসুস্থ ছিল। চলতি সপ্তাহের শুরুর দিকে জ্বর আসে তাঁর। পরে করোনার অন্যান্য লক্ষণগুলিও প্রকাশিত হয়। রিপোর্ট পজিটিভ আসে।" ঘটনার জেরে মন্ত্রী, তাঁর বাবা এবং দুই ছেলে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এখনও পর্যন্ত লক্ষ্মীরতন শুক্লার শরীরে কোনও উপসর্গ দেখা দেয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। প্রাক্তন বঙ্গ ক্রিকেটারের স্ত্রীর আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।
এই মুহূর্তে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত স্মিতা। জাতীয় স্বাস্থ্য মিশনেও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। আপাতত হাওড়ার ৬২ নম্বর ওয়ার্ডে নিজেদের বাড়িতে পাঁচ তলায় কোয়রান্টিনে থাকছেন তিনি।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)