একুশের নির্বাচনের আগে দীর্ঘ বঞ্চনার অবসান চাইছে কলেজ ক্যাজুয়াল কর্মচারী ও তাদের পরিবার
নিউজ ডেস্ক : বিগত বাম আমল থেকে বঞ্চিত কলেজ ক্যাজুয়াল কর্মচারীরা। বর্তমান সরকারের আমলে সংখ্যাটা শুধুমাত্র বৃদ্ধি পেয়েছে কিন্তু তাদের কোন সরকারী স্বীকৃতি, কর্মসংস্থানের নিরাপত্তা এমনকি নির্দিষ্ট বেতন কাঠামো নাই। সরকারের দৃষ্টি আকর্ষনের জন্য একাধিক আন্দোলন করলেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোন পদক্ষেপ নাই।
কলেজগুলোতে স্থায়ী কর্মীর অভাব বুঝতে দেয়নি এই সকল ক্যাজুয়াল বা অস্থায়ী কর্মচারীরা। দিনের পর দিন সামান্য পারিশ্রমিকে লাইব্রেরী থেকে ল্যাবরেটরী সহ অফিসের যাবতীয় প্রশাসনিক কাজ নিঃশব্দে করে চলা এই সকল কর্মচারীদের ভবিষ্যত আজ অন্ধকারচ্ছন্ন।
কলেজের গভর্নিং বডি দ্বারা নিয়োগ হওয়া পার্ট টাইম টিচার্স, গেষ্ট টিচার্সদের সরকার স্বীকৃতি নিরাপত্তা এমনকি বেতন প্রদান করলেও, সেই একই গভর্নিং বডি দ্বারা নিয়োগ হওয়া শিক্ষাকর্মীরা আজও বঞ্চিত। একই শিক্ষাপ্রতিষ্ঠানে একই ছাদের তলায় কর্মরত হয়েও শিক্ষাকর্মীদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারী দেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ীজ সমিতির রাজ্য সহ সভাপতি সব্যসাচী গুছাইত।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সদ্য প্রকাশিত। এরপর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। কলেজ কেন্দ্রিক ছাত্রছাত্রীদের যাবতীয় পরিষেবা এই সকল কর্মচারীরা প্রদান করলেও, তারা তাদের দাবীর প্রতি অনড়। তারা মনে করেন তাদের কাজের সরকারী স্বীকৃতি ও নিরাপত্তার দাবী ন্যায্য ও যুক্তিসংগত। কলেজ খুললেই বড় ধরনের আন্দোলন সংগঠিত করার লক্ষে অবিচল সংগঠনের নেতৃত্বরা।
আগামী দিনে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই আন্দোলনে নামলে বিঘ্ন ঘটবে কলেজ কেন্দ্রীক শিক্ষাব্যবস্থা বলে শিক্ষাবিদদের ধারনা। তবে নিরুপায় হয়ে, জীবন জীবিকার স্বার্থে তাদের এই আন্দোলন বলে জানান সংগঠনের একাধিক নেতৃত্ব। তবে ২১শের নির্বাচনের আগে দীর্ঘ বঞ্চনার অবসান চাইছে কলেজ ক্যাজুয়াল কর্মচারী ও তাদের পরিবার।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)