এবার অমিতাভের দ্রুত আরোগ্য কামনা করলেন আফ্রিদি
নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হওয়ার পর বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক। বিগ বি-র আরোগ্য কামনা করে ইতিমধ্যেই টুইট করেছেন এনেকেই। ওয়াঘার ওপার থেকে এবার অমিতাভ-অভিষেকের সুস্থতা চেয়ে প্রার্থনা করলেন পাক ক্রিকেটার- শাহিদ আফ্রিদি এবং শোয়েব আখতার। অমিতাভ-অভিষেকের পর ঐশ্বর্য রাই এবং আরাধ্যারও কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে ঐশ্বর্য এবং আরাধ্যাকে বাড়িতে রেখেই চিকিত্সা করা হচ্ছে। এদিকে কয়েকদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন আফ্রিদি। এবার অমিতাভ এবং অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করেন টুইট করেন আফ্রিদি। তিনি লেখেন, " অমিতাভ বচ্চন এবং জুনিয়র বচ্চনের জন্য দোয়া রইল। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।" শাহিদ আফ্রিদির পাশাপাশি বিগ-বি র দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তিনি টুইট করে লেখেন, "অমিত জী সেরে উঠুন, আপনার দ্রুত আরোগ্য কামনা করি।"
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)