ইংল্যান্ডে ক্যারিবিয়ান পেসারের সামাজিক দূরত্ব মেনে জন্মদিন পালন
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: সামাজিক দূরত্বের বিধি নিষেধ মেনেই ক্যারিবিয়ান পেসার কেমার রোচের জন্মদিন পালন করে দৃষ্টান্ত তৈরি করল ইংল্যান্ড সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
Birthday cake for the birthday boy! 🎂 WI hope you enjoyed your day @KemarAJR 👏🏾#MenInMaroon 🌴 pic.twitter.com/vzvqfGZTZK— Windies Cricket (@windiescricket) July 1, 2020
করোনা পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজই প্রথম দল যারা প্রথম ইংল্যান্ডে ক্রিকেট খেলতে এসেছে। ৮ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। মার্চ মাসের পর আবার এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে। ১৪ জন ক্রিকেটার এবং ১১জন সাপোর্ট স্টাফ নিয়ে জুন মাসের শুরুতেই ইংল্যান্ডে চলে আসেন জেসন হোল্ডাররা। কোয়ারেন্টিনে কাটিয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলেন। এবার টেস্টের প্রস্তুতি শুরু। এসবের মাঝেই কেমার রোচের জন্মদিন পালন করলেন হোল্ডাররা। সামাজিক দূরত্বের বিধি মেনে কীভাবে বার্থ ডে সেলিব্রেট করা যেতে পারে সেটাও করে দেখালেন ক্যারিবিয়ানরা।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)