কান্নায় ভেঙে পড়লেন মাইকেল হোল্ডিং কিন্তু কেন? 

কান্নায় ভেঙে পড়লেন মাইকেল হোল্ডিং কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক : মার্কিন পুলিসের হাতে নির্মমভাবে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। বর্ণবৈষম্যের বিভাজন মারাত্মকভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রতিবাদে গর্জে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেয়াররা। ক্রিস গেইল, ড্যারেন সামি থেকে জেসন হোল্ডার। এমনকী মাইকেল হোল্ডিংয়ের মতো কিংবদন্তিও বর্ণবৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন। নিজের জীবনের কথা বলতে গিয়ে আর শক্ত থাকতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন তিনি। বর্ণবৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে লাইভ অনুষ্ঠানেই কেঁদে ফেললেন কিংবদন্তি হোল্ডিং।সাউদাম্পটন ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মাইকেল হোল্ডিং। কোনভাবেই নিজেকে সামাল দিতে পারলেন না শেষপর্যন্ত।

ক্যারিবিয়ান কিংবদন্তি বলেন," আমি আমার বাবা-মায়ের ব্যাপারে যখন কথা বলি, তখন আবেগপ্রবণ হয়ে যাই। এখনও তেমন টাই হচ্ছে। আমার বাবা-মা কোন অবস্থার মধ্যে দিয়ে গেছে! আমার বাবা কালো ছিলেন বলে, মায়ের সঙ্গে তার বাবার বাড়ির কেউ কথা বলত না।" এটা বলার পরই কান্নায় ভেঙে পড়েন হোল্ডিং। সঞ্চালক মার্ক অস্টিন হোল্ডিংকে স্বাভাবিক করার চেষ্টা করেন। এরপর বাকি কথা শেষ করেন তিনি। চোখ মুছতে মুছতে হোল্ডিং বলেন, " একই জিনিস আমার ওপরেও এসেছে! এটা খুব ধীর একটা প্রক্রিয়া। তবু আমি আশাবাদী সবকিছু সঠিকভাবেই ফিরবে। শামুকের গতিতেই হোক না, তাতে আমার সমস্যা নেই।"





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন