শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শিলিওগুড়িতে শুরু হোল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শিলিওগুড়িতে শুরু হোল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী

নিউজ ডেস্ক, শিলিগুড়ি : শিলিগুড়িতে বুধবার আনুষ্ঠানিক ভাবে সূচনা হোল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী। এদিন ভক্তিনগর ট্রাফিক গার্ডে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সূচনা করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার আর্থব ত্রিপুরারী। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম, শিলিগুড়ি মহকুমা শাসক সুমন্ত সহায় সহ পুলিশের পদস্থ কর্তারা। পথ দূর্ঘটনা রোধ করার পাশাপাশি সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ কমিশনার আর্থব ত্রিপুরারি। 

      সেফ ড্রাইভ সেভ লাইফ এর চতুর্থ বর্ষপূর্তি ও কোভিড ১৯ কর্মসূচিকে সামনে রেখে এদিন  শিলিগুড়ি কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি মোটর সাইকেল র‍্যালী বের হয়। পাশাপাশি পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড এবং শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ডের তরফ থেকেও অনুষ্ঠিত হয় একাধিক অনুষ্ঠান। যারা ট্রাফিক আইন মেনে হেলমেট পরে এবং সরকারি নিয়মবিধি মেনে গাড়ি চালাচ্ছিলেন তাদের প্রত্যেককে গোলাপ ফুল ও চকলেট দিয়ে আরো উৎসাহিত করা হয় পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন জানিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শিলিওগুড়িতে শুরু হোল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন