লকডাউন সফল করতে অভিযানে নামল ইংরেজবাজার থানার পুলিশ
নিউজ ডেস্ক, মালদা : লকডাউন সফল করতে সকাল থেকেই মালদা শহরের একাধিক জায়গায় অভিযানে নামল ইংরেজবাজার থানার পুলিশ। শহরের অন্যতম ব্যস্ত রবীন্দ্র এভিনিউ, রথবাড়ি, ফোয়ারা মোড় সহ একাধিক এলাকায় অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। নির্দিষ্ট সময়ের পরও দোকানপাট খোলা থাকায় পুলিশি অভিযানে সেই সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে লক ডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শহরের একাধিক জায়গায় পুলিশি ব্যারিকেড করা হয়। নিয়ম না মেনে রাস্তায় চলাচল করায় একাধিক টোটো এবং অটো আটকে দেওয়া হয়। অন্যদিকে আজ থেকে সাত দিনের জন্য লকডাউন সফল করতে শহরের একাধিক জায়গায় মাইকিং শুরু করা হয়েছে ইংরেজবাজার থানা পুলিশের পক্ষ থেকে।
ইংরেজবাজার থানার পাশাপাশি পুরাতন মালদা এলাকাতেও মালদা থানার পক্ষ থেকে অভিযান চালানো হয়। শহরের চৌরঙ্গী মোড় সহ একাধিক এলাকায় অভিযান চালায় মালদা থানার পুলিশ। পুরাতন মালদা রাজীব গান্ধী মার্কেট, মঙ্গলবাড়ী নিউ মার্কেট সহ একাধিক মার্কেট নির্দিষ্ট সময়ের পরও দোকানপাট খোলা থাকায় মালদা থানার পুলিশ গিয়ে সেই সকল দোকানপাট বন্ধ করে দেয়। তার পাশাপাশি কড়া হুঁশিয়ারি দেওয়া হয় সেই সকল ব্যবসায়ীদের।
উল্লেখ্য করোনা সংক্রমণ রুখতে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার থেকে সাত দিনের জন্য জেলার ইংলিশ বাজার থানা, পুরাতন মালদা থানা এবং কালিয়াচক থানা এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। সবজির দোকান মাছ মাংসের দোকান সকাল এগারোটা পর্যন্ত খোলার নির্দেশ দেওয়া হয়। তার পাশাপাশি ফুটপাতের দোকানগুলো বন্ধ থাকবে বন্ধ থাকবে চায়ের দোকান পানের দোকান। এক জায়গায় জমায়েত করা যাবে না সহ একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। লক ডাউনের প্রথম দিনই সকাল থেকে শহরের ফুটপাতের দোকান, কাপড়ের দোকান, শপিংমল সহ একাধিক দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় যে সকল যানবাহন নেমেছিল তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল ইংরেজবাজার থানার পুলিশ।
[ আরোও পড়ুন, বুধবার থেকে কোথায় কোথায় কঠোর হচ্ছে লক ডাউন জানালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারপার্সন তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ]
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)