টেস্ট ক্রিকেটের সেরা ছবি বললেন, বিরাট কোহলি
স্পোর্টস ডেস্ক : " ওয়াও! দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট ক্রিকেটের সেরা ছবি।" রবিবার রাতে করোনা পরবর্তী সময়ে ক্যারিবিয়ানদের জয় দিয়ে ক্রিকেট ফিরেছে বিশ্বে। দর্শকশূন্য মাঠে খেলা হলেও, রোমাঞ্চকর টেস্ট উপহার পেয়েছে ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনায় ভরা টেস্ট দেখে মুগ্ধ ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাই এ ভাবেই ওয়েস্ট ইন্ডিজকে কুর্নিশ জানিয়েছেন বিরাট। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। অধিনায়ক জেসন হোল্ডার আর শ্যানন গ্যাব্রিয়েলের আগুনে বোলিংয়ে মাত্র ২০৪ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ৩১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৩১৩ রান তোলে ইংল্যান্ড। ২০০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন গ্যাব্রিয়েল। করোনা পরবর্তী ক্রিকেটে ফের ক্যারিবিয়ান রাজ। ইংল্যান্ডকে তাদের দেশেই হারিয়ে দিল জেসন হোল্ডারের দল। সাউদাম্পটনে চার উইকেটে জিতে তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
Wow @windiescricket what a win. Top display of test cricket.— Virat Kohli (@imVkohli) July 12, 2020
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)