ফরেস্টের STF এর প্রধানকে বদলির ঘটনা স্বপ্না বর্মনের নৈতিক জয় হয়েছেঃ দাবি তৃণমূলের
নিউজ ডেস্ক, জলপাইগুড়ি :- সোনা জয়ী স্বপ্না বর্মনের বাড়িতে বেয়াইনি কাঠ বাজেয়াপ্ত করায় উত্তরবঙ্গের ফরেস্টের STF এর প্রধানকে বদলির ঘটনা স্বপ্না বর্মনের নৈতিক জয় হয়েছে স্বপ্নার দাবি জলপাইগুড়ি জেলা তৃনমুলের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। পাশাপাশি সাংবাদিক দের প্রতি সভাপতি প্রশ্ন এই মুহুর্তে স্বপ্না সম্পর্কে বিভিন্ন প্রশ্ন না তুলে স্বপ্নার মনবল চাঙ্গা করা উচিত।
আজ জলপাইগুড়ি পাহারপুর গ্রামপঞ্চায়েতের ঢিন পাড়ায় অবস্থিত স্বপ্না বর্মনের বাড়িতে তার সাতে দেখা করতে যান জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। প্রায় ১ঘন্টা স্বপ্নার সাথে কথা বলেন তৃনমুলের সভাপতি। গত ১৩তারিখ স্বপ্নার বাড়ি থেকে বেয়াইনি কাঠ উদ্ধার করে বনদপ্তরের উত্তরবঙ্গের STF এর প্রধান সঞ্জয় দত্ত। তার পর থেকে জলপাইগুড়ি জেলায় রাজনৈতিক পরিস্তিতি উত্তপ্ত। তৃনমুলের অভিযোগ বিজেপি কিছু বনদপ্তরের আধিকারিকদের দিয়ে স্বপ্নার বাড়িতে অভিযান চালিয়ে। পাল্টা বিজেপির অভিযোগ বনদপ্তর রাজ্য সরকারের এবং রাজ্য সরকারটা তৃণমূলের। তৃনমুল মিথ্যে কথা বলছে। ঘটনার দুইদিন পর স্বপ্নার বাড়িতে স্বপ্নার সাথে দেখা করতে যান জালপাইগুড়ির সাংসদ তথ বিজেপি নেতা ডাঃ জয়ন্ত কুমার রায়।বিজেপির দাবি স্বপ্না আমাদের রাজ্য তথা দেশের গর্ভ বিষটি নিয়ে একটা। তার সাথে যদি কেউ চক্রান্ত করে তাহলে তদন্ত করে দেখা উচিত। আজ জেলা তৃনমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী স্থানীয় কিছু তৃনমুল নেতাদের নিয়ে স্বপ্নার বাড়িতে যান। দীর্ঘ ১ঘন্টা স্বপ্নার সাথে ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। স্বপ্নার বাড়ি থেকে বেড়িয়ে কৃষ্ণ কুমার কল্যাণী বলেন যে বনাধিকারিক স্বপ্নার বাড়িতে অভিযান চালিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে বদলি করা হয়েছে এটা স্বপ্নার নৈতিক জয় হয়েছে। যদিও স্বপ্না বর্মন গোটা বিষয়টি নিয়ে সাংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে নারাজ।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)