ফাঁকা গ্যালারিতেই ফুটবল ফিরছে বিশ্বে, শনিবার শুরু বুন্দেসলিগা
নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ প্রতিরক্ষার অবসান। করোনা মহামারি শুরু হওয়ার পর শনিবার প্রথমবার আবারও বল গড়াবে ফুটবল মাঠে। মার্চ থেকে বিশ্বজুড়ে করোনা মহামারীর সংকট। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ফুটবল বন্ধ ছিল। করোনা এখনও গ্রাস করছে প্রতিদিন বিশ্বের হাজার-হাজার মানুষকে। তবে কিছুটা প্রকোপ কমায় করোনা আবহেই শনিবার থেকে শুরু হচ্ছে ফুটবল। শুরু বুন্দেসলিগা। বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ড বনাম এফসি শালকে দলের মধ্যে ধুন্ধুমার দ্বৈরথ। মেগা ডার্বির এই ম্যাচ দিয়েই বুন্দেসলিগা তথা ইউরোপের ক্লাব ফুটবলে বল গড়াচ্ছে। প্রসঙ্গত এর আগে দক্ষিণ কোরিয়ার কে লিগে বল গড়ালেও আন্তর্জাতিক ফুটবলে কে লিগ খুব একটা জনপ্রিয় নয়। সেদিক থেকে দেখতে গেলে শনিবারের বুন্দেসলিগার ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময় ফুটবল ফিরছে।
করোনা সংক্রমণ রুখতে দু'দলের ফুটবলার, ম্যানেজার, সাপোর্ট স্টাফ, ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিক, মাঠের কর্মী, নিরাপত্তারক্ষী ও সাংবাদিক মিলিয়ে মাত্র ৩২২ জনকে স্টেডিয়াম ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। তবে মাঠে ঢোকার অনুমতি নেই দর্শকদের।
বরুসিয়া ডর্টমুন্ডের ১১০ বছরের ইতিহাসে এই প্রথমবার সম্পূর্ণ ফাঁকা গ্যালারিতে ম্যাচ হবে। ৮১ হাজারের বেশি দর্শকের স্টেডিয়াম শনিবার ফাঁকা থাকতে চলেছে। দর্শকহীন ম্যাচের কারণে জার্মান সংবাদমাধ্যম শনিবারের ডার্বি দ্বৈরথকে 'ঘোস্ট ডার্বি' বলে চিহ্নিত করছে। বুন্দেসলিগার এই ডার্বি বরুসিয়ার ঘরের মাঠ ইদুনা পার্ক স্টেডিয়ামে খেলা হলে। ভারতীয় সময় সন্ধ্যে ৭টায় বুন্দেসলিগার বরুসিয়া ডর্টমুন্ড বনাম এফসি শালকের ডার্বি ম্যাচটি দেখা যাবে।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)