মোদিকে কটাক্ষ করতে গিয়ে বানান ভুলে হাসির খোরাক রাহুল গান্ধি

মোদিকে কটাক্ষ করতে গিয়ে বানান ভুলে হাসির খোরাক রাহুল গান্ধি

নিউজ ডেস্ক : ১৫ জুনের সংঘর্ষের পর থেকেই গলওয়ান উপত্যকা নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করেছেন রাহুল। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘নরেন্দ্র মোদি আসলে ‘সারেন্ডার মোদি ।’ এপর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গোল বেঁধেছে রাহুলের লেখা ‘surender’ বানান নিয়ে। বানানটি যে আসলে ‘surrender’, তা মনে করিয়ে দিয়ে মশকরায় মেতে উঠেছেন নেটিজেনদের একাংশ।

ভারত-চিন সংঘাতের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। এই বিষয়ে বিদেশি সংবাদমাধ্যমগুলিতেও বিস্তর আলোচনা, বিশ্লেষণ ছাপা হচ্ছে। রাহুলের টুইটের পরই নেটিজনেরা হাসির খোরাক হয়ে ওঠেন। অসমের বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা লেখেন, “আপনি এতটাই হতাশ হয়ে পড়েছেন যে সঠিক বানানও লিখতে পারেন না। এবং আত্মসমর্পণ করা গান্ধি-নেহেরু পরিবারের অন্যতম বৈশিষ্ট্য।

১৯৬২ সালে অসমকে প্রায় নেহরু চিনকে দিয়েছিলেন। চিনের আর্মি যখন বোমডিলা দখল করেছিল, নেহেরু বলেছিলেন, “আমার মন অসমে পড়ে আছে। লজ্জা।” শিরোমণি আকালি দলের মঞ্জিন্দার সিং সিরসা লেখেন, “রাহুল গান্ধি আসলে চাইনিজ গান্ধি।”উল্লেখ্য, শুক্রবারের লাদাখে চিনা আগ্রাসন নিয়ে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, “আমাদের ভূখণ্ডে কেউ প্রবেশ করেনি। না কেউ আমাদের জমি দখল করে আছে। আমাদের কোনও সেনাঘাঁটিও কেউ দখল করেনি।”



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন