দেশের ৪৩ হাজার স্কোয়ার কিমি চিনের হাতে তুলে দিয়েছিল কংগ্রেস: নাড্ডা
নিউজ ডেস্ক, নয়াদিল্লি : সোমবার চিন ইস্যুতে কংগ্রেসকে একহাত নিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এদিন কংগ্রেসকে তুলোধনা করে তিনি বলেন জাতীয় সুরক্ষা নিয়ে এই দলটির মন্তব্য না করাই ভালো। দেশের জাতীয় স্বার্থ নিয়ে ছেলেখেলা করেছে কংগ্রেস। তাই রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে কোনও কথা যেন কংগ্রেস না বলে। গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যাকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে এদেশের সেনাবাহিনীর ২০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
এরপর বিদেশমন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক নানা ব্যাখ্যাও দেয়। কিন্তু ১৯ জুন সর্বদলীয় বৈঠকের সময় মোদী এমন কিছু মন্তব্য করেন যা সেই ব্যাখ্যাগুলির বিপরীত। ফলে বিরোধী এবং কূটনৈতিক মহলে মোদীর বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। তখন কিছুটা ড্যামেজ কন্ট্রোল করতে প্রধানমন্ত্রীর দফতর এগিয়ে এলেও বিতর্ক এখনও থামেনি। সেই ড্যামেজ কন্ট্রোলেই ফের কংগ্রেসকে একহাত নেন নাড্ডা।
তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শব্দচয়ন নিয়ে না ভেবে কংগ্রেসের আমলে কি হয়েছিল, তা নিয়ে ভাবুক তারা। এদিন বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন চিনের হাতে নিঃশব্দে ৪৩ হাজার কিলোমিটার তুলে দিয়েছিল কংগ্রেস সরকার।
তাঁর আরও অভিযোগ ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রায় ৬০০ বার চিনা সেনা ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল। সোমবার লাদাখ প্রসঙ্গে মোদীকে সমালোচনার ঢঙে সতর্ক করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাশাপাশি চিন ভারতের ভূমিকে যেভাবে অবৈধভাবে দাবি করছে তার বিরুদ্ধে ভারতবাসীকে একজোট হতে আবেদন জানিয়েছেন তিনি। গালওয়ান উপত্যকা কান্ড এবং তার পরবর্তী ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যে কিছুটা হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন তার পূর্বসূরী মনমোহন।
প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং পদক্ষেপের ফল নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্ম কেমন ভাবে তা জানবে তার উপর। সে ক্ষেত্রে যাদের উপর এই কাজের ভার দেওয়া হয়েছে সেটা দেখা তাদেরই কর্তব্য। ভারতের মতো গণতান্ত্রিক দেশে এই দায়িত্ব বর্তায় প্রধানমন্ত্রীর অফিসের। দেশের নিরাপত্তা আঞ্চলিক স্বার্থ ও কর্মসূচি সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার সময় সবসময় শব্দ চয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সতর্ক থাকা উচিত।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)