অপেক্ষার অবসান, মৎস্যজীবীদের জালে মরসুমের প্রথম ইলিশ

অপেক্ষার অবসান, মৎস্যজীবীদের জালে মরসুমের প্রথম ইলিশ

নিউজ ডেস্ক, কাকদ্বীপ: বৃহস্পতিবার মরশুমের প্রথম ইলিশ বাজারে ঢুকেছে। এই ইলিশ গুলির ওজন ৫০০-৮০০ গ্রামের মধ্যে। তবে যা ইলিশ উঠেছে তাতে খুব একটা খুশি নয় মৎস্যজীবী এবং ব্যবসায়ীরা। এদিন প্রায় কুড়ি টন ইলিশ উঠেছে।

লকডাউনের জেরে দূষণ কম হওয়ায় এবার ভালো রকম ইলিশ উঠবে বলে আশা করা হচ্ছিল। সে ক্ষেত্রে এ দিন আশানুরূপ ইলিশ না ওঠায় মৎস্যজীবীরা খারাপ আবহাওয়ার দিকেই আঙুল তুলেছে। খারাপ আবহাওয়া থাকায় বুধবার দিন সুন্দরবন অঞ্চলের কেদো দ্বীপ, বাঘের চর ও ছাইমারি অঞ্চলের উপকূল ও তার আশেপাশে খাড়িতে আশ্রয় নিয়েছিল বহু ট্রলার। আবহাওয়ার উন্নতি না হওয়ায় ওইসব ট্রলারগুলি বৃহস্পতিবার নোঙ্গর করে রেখেছিল বলে জানা গিয়েছে।

তবে খারাপ আবহাওয়ার আগে ৬০টি ট্রলার গভীর সমুদ্রের জাল ফেলতে সক্ষম হয়েছিল। সেগুলির জালে উঠে আসে ইলিশ পমফ্রেট ভোলা ইত্যাদি মাছ। ওই ৬০টি ট্রলারের মাছ বৃহস্পতিবার বিকেলে এসে পৌঁছায় নামখানা কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ পাথরপ্রতিমা রায়দিঘি ইত্যাদি ঘাটে।‌ ওই ট্রলার গুলি মোট ৪০ টন মাছ তুলেছে যার মধ্যে ইলিশ রয়েছে ২০টন।

এদিকে বাজার স্যানিটাইজ করার পর ডায়মন্ড হারবারে নগেন্দ্র বাজার খোলে। সেখানে ইলিশ কেনা বেচা হয়। ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ছিল ৭০০-৮০০ টাকা। আগামী দিনে আরও ইলিশ উঠলে দাম কিছুটা কমবে বলে আশা করছে মৎস্য ব্যবসায়ীরা। ‌ ওই মাছ শুক্রবার কলকাতা বিভিন্ন বাজারে পৌঁছে যাওয়ার কথা।



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন