‘আমরা কী করতে পারি এটা ছিল তার ছোট্ট উদাহরণ’, বললেন বায়ুসেনা প্রধান

‘আমরা কী করতে পারি এটা ছিল তার ছোট্ট উদাহরণ’, বললেন বায়ুসেনা প্রধান

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: সীমান্তে যে কোনও পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত ভারত। শনিবার এই ভাষাতেই আশ্বস্ত করলেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া। তিনি বলেন, ভারত ও চিনের মধ্যে যে কোনও পরিস্থিতি তৈরি হোক না কেন, আমরা তার জবাব দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, গালওয়ানে আত্মত্যাগ বৃথা যাবে না। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যা হচ্ছে, তা আমরা কী করতে পারি তার একটা ছোট ছবি। কম সময়ের মধ্যে আমরা কী করতে পারি এটা তার প্রমাণ। লাদাখকাণ্ডে এমনটাই প্রতিক্রিয়া দেন বায়ুসেনা প্রধান।

তিনি জানিয়েছেন, ভারতের নিরাপত্তা বাহিনী সর্বদা সজাগ। তিনি আরও জানিয়েছেন চিনের এমন ব্যবহার সত্বেও ভারত চায় শান্তিপূর্ণভাবে সীমান্ত সমস্যার সমাধান হোক।

সম্প্রতি, লে ও শ্রীনগরে এয়ারবেস পরিদর্শন করে এসেছেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া। এয়ারবেস গুলিতে প্রস্তুতি কেমন, তা দেখার জন্যও তিনি গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। যে কোনও পরিস্থিতিতে যাতে দ্রুত অ্যাকশন নেওয়া যায়, সেই প্রস্তুতিই দেখে এসেছেন তিনি।

ইতিমধ্যেই ভারত একাধিক ফাইটার জেট সাজাতে শুরু করেছে ওইসব এয়ারবেসে। মনে করা হচ্ছে সীমান্তে পরিস্থিতি আরও খারাপ হলে এই এয়ারবেসগুলিই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

১৫ জুন গভীর রাতে ভারত ও চিনের সেনার চরম সংঘাত হয়। সেখানেই শহিদ হন আর্মি অফিসার সহ ২০ জওয়ান। অন্তত ৭৬ জন সেনা আহত অবস্থঅয় হাসপাতালে ভর্তি বলেও জানা গিয়েছে। এই ঘটনার ঠিক পরেই ১৭ ও ১৮ জুন লে ও শ্রীনগরের এয়ারবেস গুলি পরিদর্শন করে আসেন এয়ার ফোর্স চিফ।

অন্যদিকে, খবর এসেছে যে সোমবার রাতে লাদাখ সীমান্তে সংঘর্ষের পর তিন সেনা অফিসার সহ ১০ ভারতীয় জওয়ানকে আটকে রেখেছিল চিন। কয়েকদিন পরেই ১০ জন ভারতীয় সেনার আধিকারিক সহ দু’জন মেজরকে ছেড়ে দেওয়া হল।

পিটিআই সংবাদসংস্থা সূত্রের খবর, “তিনদিনের সমঝোতার পর দশজন সেনা আধিকারিক সহ দু’জন মেজরকে ছেড়ে দিয়েছে চিন সেনা”, এই বিষয়ের সঙ্গে যুক্তরা এমন তথ্য দিয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, “ভারত এবং চিন সেনার মধ্যে মুক্তি দেওয়া নিয়ে মেজরস্তরের কথাবার্তায় একটি চুক্তি হয়েছে। গালওয়ান ভ্যালিকে স্বাভাবিক ছন্দে ফেরাতে তৃতীয়দিনের জন্য এই পর্যায়ে আলোচনা হয়েছে”।



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন