বিশ্ব ক্রিকেটে নয়া অ্যাশেজের জন্য প্রস্তুত নেথান লায়ন
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট দ্বৈরথকে অ্যাশেজের সঙ্গে তুলনা করলেন তারকা অফস্পিনার নেথান লায়ন। ডিসেম্বরে চার টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে ভারত। সেই সিরিজে নিজেকে উজাড় করে দিতে তৈরি অস্ট্রেলিয় অফস্পিনার।
বুধবার এক সংবাদমাধ্যমকে লায়ন বলেন, ‘‘দু’বছর আগে আমাদের হারিয়ে গিয়েছে ভারত। ডিসেম্বরে ওদের বিরুদ্ধে নিজের সেরাটা উজাড় করে দিতে আমি মরিয়া। এই দ্বৈরথ অনেকটা অ্যাশেজের মতো হয়ে উঠছে। গত বার আমাদের হারানোর পর থেকে আরও যেন কঠিন লড়াই হওয়ার অপেক্ষায় রয়েছি।’’
ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৮টি টেস্ট খেলেছেন লায়ন। পেয়েছেন ৮৫টি উইকেট। বিশ্বের যে কোনও প্রান্তে, যে কোনও উইকেটে বল ঘোরানোর ক্ষমতা রয়েছে তাঁর। কিন্তু তিনি মানছেন, ভারতকে হারানো একেবারেই সহজ নয়। লায়নের কথায়, ‘‘ভারতীয় দলে একাধিক সুপারস্টার রয়েছে। যে কোনও একজনের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করে বাকিদের হাল্কা ভাবে নেওয়া যাবে না। আমি মনে করি, ভারতের বিরুদ্ধে অনেক বড় পরীক্ষা দিতে হবে। তার জন্য তৈরি থাকতে হবে প্রত্যেককে।’’
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)