ভারতীয় শহীদ জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি
কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান : লাদাখে চীনা সৈন্যদের হামলায় ২০ জন ভারতীয় শহীদ হওয়ার ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। চিন বিরোধী একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। প্রতিবাদে উত্তপ্ত দেশের একাধিক জায়গা। এবং সেই আঁচ ইতিমধ্যেই এসে পড়েছে শহর কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোতে। বাদ নেই পূর্ব বর্ধমানও। এদিন হাতে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি করা হলো পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, বড়ো গোপীনাথ পুর গ্রামে। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল দত্তের নেতৃত্বে মোমবাতি হাতে নিয়ে একটি মৌন মিছিল করা হলো স্থানীয় এলাকায়। শহীদ ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেখানো হয় বিক্ষোভ। চিন বিরোধী স্লোগানের পাশাপাশি চাইনিজ দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়। জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপনে হাজির হয়েছিলেন শ্যামল দত্ত ছাড়াও বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মীরা।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)