পিতৃ দিবসে আবেগঘন টিম ইন্ডিয়া
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফাদার্স ডে উদযাপনে ভারতীয় ক্রিকেটাররা এদিন বাবার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত শেয়ার করে আবেগঘন পোস্ট করেছেন। শচীন থেকে হার্দিক, রোহিত থেকে শিখর ধাওয়ান এদিন বাবার সঙ্গে ছবি পোস্ট করেন। বাবার সঙ্গে ছবি পোস্ট করলেন বিরাট কোহলিও। বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে বিরাট লিখেছেন 'ফাদার্স ডে'র এই বিশেষ দিনে ফ্যানেদের কাছে সবাইকে জীবনের পথে এগিয়ে যেতে বলব। প্রত্যেকের জীবনে বাবারা তাঁদের প্রথম হিরো। তারা তোমার সঙ্গে থাকুক বা না থাকুক, সবসময় বাবারা তাঁদের সন্তানকে লক্ষ্য করে চলেছেন। তাই বাবাকে ভালোবাসলে জীবনে পথে সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলো। হ্যাপি ফাদার্স ডে।' উল্লেখ্য ২০০৬ সালে বিরাট তাঁর বাবাকে হারান। বছর আঠারোর বিরাট দিল্লির হয়ে রঞ্জিতে কর্ণাটকের বিরুদ্ধে খেলছিলেন। বাবাকে হারিয়েও পরদিন ক্রিকেট মাঠে নেমে দলের জন্য ব্যাটিং করেছিলেন কোহলি। ২০০৬ সালে ৯ ডিসেম্বর বিরাটের বাবা প্রেম কোহলি ভোর রাতে প্রয়াত হন।
শুধুমাত্র বিরাট নয়। বাবাকে স্মরণ করে পোস্ট করেছেন শচীনও। বাবা রমেশ তেন্ডুলকরকে হারিয়েছেন ক্রিকেট ঈশ্বর। তবুও পিতৃ দিবসে বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্ট করেছেন শচীন।
I shall always remember your invaluable advice to "Strive to be a good person first".— Sachin Tendulkar (@sachin_rt) June 21, 2020
Thank you for everything. #HappyFathersDay! pic.twitter.com/QE9LPgkapV
This father's day, I urge you all to be grateful for the love of your father but always look for your own path to move forward in life. You'll never have to look behind because they're always watching over you whether they're physically there or not. Happy father's day 😊💛 pic.twitter.com/u87hHWL03b— Virat Kohli (@imVkohli) June 21, 2020
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)