চীনের হামলা পূর্বপরিকল্পিত, রাহুল
নিউজ ডেস্ক : চীনের ভারত আক্রমণ নিয়ে আবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । শুক্রবার তিনি ট্যুইট করে বলেন, “চীনের ভারতের ওপর আক্রমণ পূর্বপরিকল্পিত। এই প্রসঙ্গে ভারত সরকার প্রথমে ঘুমিয়ে ছিল। যখন ঘুম ভেঙেছে ততক্ষণে আমাদের সেনাদের শহীদ হয়ে তার মূল্য দিতে হয়েছ।”
প্রসঙ্গত আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন বিকেল পাঁচটার সময়, তার আগে রাহুল গান্ধির এই টুইট তাৎপর্যপূর্ণ।
It’s now crystal clear that:— Rahul Gandhi (@RahulGandhi) June 19, 2020
1. The Chinese attack in Galwan was pre-planned.
2. GOI was fast asleep and denied the problem.
3. The price was paid by our martyred Jawans.https://t.co/ZZdk19DHcG
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)