২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত করুক বিসিসিআই, গড়াপেটা প্রসঙ্গে অতুলগামাগেকে তীব্র আক্রমণ ডি’সিলভার 

২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত করুক বিসিসিআই, গড়াপেটা প্রসঙ্গে অতুলগামাগেকে তীব্র আক্রমণ ডি’সিলভার

স্পোর্টস ডেস্ক: ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন শ্রীলঙ্কার  কিংবদন্তি ক্রিকেটার অরবিন্দ ডি’সিলভা। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল  ভারতের কাছে নাকি বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। দিন কয়েক আগে এমনই অভিযোগ করেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে। 

তার পরেই শ্রীলঙ্কার ক্রিকেটে আলোড়ন তৈরি হয়। দ্বীপরাষ্ট্রের সরকার এই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর অভিযোগের পরে মুখ খুলেছিলেন সেই ম্যাচের ক্যাপ্টেন কুমার সঙ্গকারা ও সেঞ্চুরি করা মাহেলা জয়বর্ধনে। এবার ২০১১ সালে শ্রীলঙ্কার দল নির্বাচক তথা প্রাক্তন ব্যাটসম্যান ডি’সিলভা বলেন, ‘‘ওঁর কোনও বিশ্বাসযোগ্যতা নেই আর। তাই ভিত্তিহীন সব অভিযোগ করছেন।’’ ‘শচীন ও তাঁর ভক্তদের স্বার্থে’ ভারত সরকার ও বিসিসিআইকে তদন্ত করার আবেদনও করেন ডি’সিলভা। তিনি বলেছেন, ম্যাচ গড়াপেটার মতো ভয়ঙ্কর বিষয়ের অভিযোগ যখন উঠেছে ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে, তখন শচীন তেন্ডুলকর ও তাঁর ভক্তদের স্বার্থে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, আইসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেট সংস্থার উচিত তা নিয়ে তদন্ত করা।

ডি’সিলভা আরও বলেন, ‘‘এই ধরনের সিরিয়াস অভিযোগ উঠলে তা আহত করে অনেককে। এ ক্ষেত্রে নির্বাচক, প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট এবং যোগ্য হিসেবে জেতা ভারতীয় দলের ভাবমূর্তিও নষ্ট করেছে বলেই মনে করি। সেই কারণেই বিষয়টা পরিষ্কার হওয়া উচিত।’’





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন