BreakingNews: ফের ডোকলামেও বাড়ছে চিন সেনার আনগানো
নিউজ ডেস্ক, নয়াদিল্লিঃ একদিকে গালওয়ান সীমান্তে এখনও উত্তেজনা রয়েছে। ঘাঁটি গেড়ে বসে চিনের সেনাবাহিনী। শুধু ঘাঁটি গেড়ে বসে থাকা নয়, একের পর উস্কানি চিনা বাহিনীর। যদিও চিনকে জবাব দেওয়ার জন্যে ফুঁসছে ভারতীয় সেনাবাহিনী। লে-লাদাখের আকাশে ইতিমধ্যে উড়তে শুরু করেছে যুদ্ধবিমান, হেলিকপ্টারও। একদিকে যখন গালওয়াল নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে অন্যদিকে তখন ফের বাড়ছে মাথা চারা দিচ্ছে ডোকলামও।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, গানওয়াল নিয়ে অশান্তির মধ্যেই ডোকলামে আসে লাল ফৌজ। কার্যত বলা যায় ডোকালমের রেইকি করে গিয়েছে চিনা সেনা। সূত্রে জানা যাচ্ছে, ভুটান সেনার আউটপোস্টে বেশ কিছুক্ষণ তারা সময় কাটান। এরপর ডোকলাম পর্যন্ত এগিয়ে আসে। তারপর সেখানকার ভূ-কৌশলগত বেশ কয়েকটি ছবিও চিনা বাহিনী তোলে বলে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
ওই সূত্রই জানাচ্ছে, সেখানে চিনা ফৌজের দলবল প্রায় মিনিট তিরিশেক সময় ছিল। অনেক নয়, তবে ১০ জনের একটি চিনা ফৌজনের দল ডোকালমে ঢোকে বলে সূত্রে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের জুনে ডোকলামে কার্যত যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিল ভারত এবং চিনের সেনাবাহিনী। প্রায় ৭২ দিন ভারত-চিনের সেনা মুখোমুখি ছিল। দুদেশের সেনাবাহিনী যেভাবে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল তাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভারতের কার্যত কুটনৈতিক লড়াইয়ে পিছু হটে চিনা ফৌজ।
তবে প্রতিরক্ষামন্ত্রকের ওই সূত্র জানাচ্ছে, প্রতি মাসেই দু’এক বার চিনের সেনাবাহিনী ভুটান-চিন-ভারতের সীমান্ত সংযোগস্থলের এই মালভূমিতে টহল দিতে আসে। এক-দু’দিন থেকে ফেরত যায়। ভুটান সেনার আউটপোস্টেই তারা থাকে। ভারতীয় সেনার তরফে এই নিয়ে কোনও বাধা দেওয়া হয় না।
এক সেনা আধিকারিক জানিয়েছেন, ডোকলামের কৌশলগত এলাকায় ভারতের সেনাও টহল দেয়। ফলে চিনা সেনাকে বাধা দেওয়ার প্রশ্ন নেই। তবে এখন চিনারা ডোকলামেও পরিকাঠামো নির্মাণের জন্য যাতায়াত শুরু করতে পারে। সে সময় পরিস্থিতি বুঝে পদক্ষেপ করতে হবে।
তবে চিনের প্রতি পদক্ষেপের দিকে নজর রাখা হচ্ছে। দেশের সমস্ত বাহিনীকে অ্যালার্টে রাখা হয়েছে। ভারত এবং চিনের সমস্ত সীমান্তে করা নজর রাখা হচ্ছে। সমস্ত সীমান্তে সেনাবাহিনীকে রাখা হয়েছে একেবারে হাই-অ্যালার্টে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)