দীঘা তে সিভেট উদ্ধার
নিউজ ডেস্ক, দীঘা :- দিঘা থেকে একটি ছোট্ট সিভেট উদ্ধার করল কাঁথি বনদপ্তর। একটি আশ্রমের প্রার্থনা গৃহে ঢুকে পড়ে সিভেটের বাচ্চটি। অদ্ভুত দেখতে জন্তুর বাচ্চাটিকে দেখে প্রথমে আঁতকে ওঠে সকলে। হৈচৈ পড়ে যায়। হৈচৈকে উপেক্ষা করেই সোজা অনুকূল ঠাকুরের কাছে চলে গিয়ে থালায় থাকা ফুলমূল, মিস্টি প্রসাদ খেতে শুরু করে দেয় ছোট্ট সিভেটটি।
এরপর বনদপ্তরের পক্ষ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়ে সিভেটটিকে। দিঘা বন দপ্তরে রাখা হয়েছে সিভেট টিকে। আমফানের ফলে খাদ্য বাসস্থান হারিয়েছে এইসব জন্তুগুলি। এর ফলেই সিভেটটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে মনে করছে বন দপ্তর। চিকিৎসার পর সিভেটটিকে চিড়িয়াখানা অথবা জঙ্গলে ছাড়া হতে পারে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)