অগস্টের আগে অনুশীলন নয় টিম ইন্ডিয়ার
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: দেশের যা পরিস্থিতি তাতে অগস্টের আগে ভারতীয় দলের জন্য নিরাপদ অনুশীলনের ব্যবস্থা করা সম্ভব নয়। দেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে সাফ জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। ইংল্যান্ডে বায়ো-সিকিওর পরিবেশে আগামী মাস থেকে ক্রিকেট শুরু হতে চললেও উপমহাদেশের অবস্থা ক্রিকেট ফেরানোর জায়গায় আসেনি। যা পরিস্থিতি তাতে দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে অস্ট্রেলিয়া সফর দিয়েই হয়তো করোনা পরবর্তীতে বাইশ গজে ফিরবে ভারতীয় দল। গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরে কথা মাথায় রেখেই নিজেদের ম্যাচ ফিট রাখতে আউটডোর প্র্যাকটিসে নেমে পড়েছেন কেউ কেউ। তবে সরকারী নির্দেশিকা মেনে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে পুরোটাই ব্যক্তিগত উদ্যোগে। যেমন রাজকোটে করোনার প্রকোপ কম থাকায় দিনকয়েক হল অনুশীলনে নেমেছেন পূজারা। অনুশীলনে দেখা গেছে রোহিত শর্মা, মহম্মদ শামিদেরও।
উল্লেখ্য চলতি মাসের শুরুতে ভারতের শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে সফর স্থগিত হওয়ার সময়েই যদিও এ বিষয়ে আভাস দিয়েছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। প্রস্তুতি শিবির নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, আউটডোর ক্রিকেটারদের জন্য সম্পূর্ণ নিরাপদ হলে তবেই প্রস্তুতি শিবির শুরু করা সম্ভব। তিনি আর বলেন, বিসিসিআই ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আমরা কোনও তাড়াহুড়ো করতে চাই না।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)